রুবেল মাদবর,মুন্সীগঞ্জ:
গতকাল বিকেল ৩ টায় মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নুরপুর জামে মসজিদে মহল্লা বাসী ও মসজিদ পুনঃ নির্মাণ কমিটির উদ্যোগে শতাধিক কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত, আজান, হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পুনঃনির্মাণ কমিটির সভাপতি সাবেক সচিব রহমত উল্লাহ দস্তগির, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির বুলবুল সহ-সভাপতি নুরপুর মসজিদ পূর্ণ নির্মাণ কমিটি, সালাউদ্দিন মুন্সী, নেয়ামত মাওলা, রকিব মাদবর, ফারুক জমিদার, মোবাশ্বের হোসেন মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ আব্দুল বাসেত লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী সকলকেই আলোকিত মানুষ সম্মাননা বই প্রদান করা হয়, পাঁচটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয়স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও মহামূল্যবান বই প্রদান করা হয়। এ সময় উদ্বোধক শেখ আব্দুল বাকীর প্রিয় নবীজির শানে নাত পরিবেশন করেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মোঃ আল আমিন ও গিয়াস উদ্দিন আহম্মদ।