রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগরকসবা ঈদগাহ্ মাঠে শুক্রবার বাদ আসর জামিয়াতুল উলুম রাহমানিয়া মহিলা মাদ্রাসা এর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুহতামিম, অত্র মাদরাসা ও খলিফা, পীর সাহেব, বাহাদুরপুর হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ ছিদ্দীকুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সভাপতি মিরকাদিম পৌর আওয়ামী লীগ ও সাবেক মেয়র মিরকাদিম পৌরসভা মোঃ শহিদুল ইসলাম শাহীন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
খতীব মুন্সীগঞ্জ শহর (মারকায) জামে মসজিদ ও প্রিন্সিপাল ও মুন্সীগঞ্জ হাফেজীয়া দারুল উলূম (মারকায) মাদরাসা হযরত মাওলানা মুফতী আবরারুল হক হাতেমী।
সাহেবজাদা, আলহাজ্ব মুবিন উদ্দিন আহমাদ নাওশীন মিয়া (দা. বা.), বাহাদুরপুর হাফেজ মাওলানা জিয়াউদ্দিন ত্বহা সাহেব।
প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া দারুল উলূম, রিকাবী বাজার, মুন্সীগঞ্জ আলহাজ্ব হযরত মাওলানা আজহার উদ্দিন সাহেব।
প্রিন্সিপাল বায়তুল ফালাহ মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
হাফেজ মাওলানা মুফতী ইলয়াস হাসান সাহেব। ইমাম ও খতীব রনছ সরকার বাড়ী জামে মসজিদ কাটাখালী, মুন্সীগঞ্জ হাফেজ মাওলানা মুফতী মোঃ সাদেক আমিন।
খতীব সিপাহীপাড়া বড় মসজিদ হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান কাসেমী সাহেব।
ইমাম, পশ্চিম যাত্রাবাড়ী লাল মসজিদ, ঢাকা হাফেজ মাওলানা মুফতী হোসাইন আহমাদ, এসময় আরো উপস্থিত ছিলেন বর্ণালী স্যাটালাইট চেয়ারম্যান মোঃ বাবুল আহম্মেদ,
মিরকাদিম পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনির হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর প্রমূখ।