
রুবেল মাদবর, মুন্সিগঞ্জঃ
স্বাস্থ্য সচেতনা ও বিনামূল্যে চিকিৎসার সুযোগ তৈরিতে মুন্সিগঞ্জের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পাচ্ছেন হেলথকার্ড। এরমাধ্যমে দেশের সরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিক্ষা ফ্রীতে করতে পারবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার বজ্রযোগীনী জে কে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে হেলথকার্ড বিতরণ করে কর্মসূচি উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনা মো: সাবিরুল ইসলাম। এদিন আড়াইশতাধিক ছাত্র ও ছাত্রীর মাঝে হেলথকার্ড বিতরণ করেন প্রধান অতিথি।
জেলা প্রশাসন সূত্রে জানায়, এই কার্ডের মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, কোভিড, দৃষ্টিশক্তি পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়র নিয়মিত চেক আপ করতে পারবে। সেই সাথে কার্ড প্রদর্শন করে সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্য চিকিৎসা গ্রহন করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর রিপন, উপজেলক চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস সহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।