মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
টঙ্গিবাড়ীতে নদী ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন। সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই। যুবদল কর্মী সোহাগ হত্যার প্রতিবাদে চার সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শরাফতিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছালাম সদস্য সচিব শফিউল। শেখ হাসিনাকে ফেরাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে পালিয়ে থেকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বার্তা। আলোচিত সেই সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার। ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের তিন ঘণ্টা ব্যাপী অবস্থান কর্মসূচী। মুন্সিগঞ্জে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার, মা-বাবা আটক
ব্রেকিং নিউজ :
মুন্সীগঞ্জে স্যালাইনে পাওয়া গেলো ভয়াবহ ফাঙ্কাস।
/ ১৪৮ পঠিত:-
আপডেট সময় :- সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন
সুমন ইসলাম, মুন্সীগঞ্জঃ
মু্ন্সীগঞ্জে এক রোগীকে ব্যথা নাশক স্যালাইন দেওয়ার সময় ওই স্যালাইনে পাওয়া গেলো ভয়াবহ ফাঙ্কাস। আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুরে গ্রামের মোঃ জহির উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যবসায়ী পেটের ব্যথায় অসুস্থ হলে তার স্বজনরা মু্ন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাইরে থেকে ৫/.ডিএ opso saline limited কিনে আনতে পেশক্রিপশন করেন। রোগীর স্বজনরা জেনারেল হাসপাতালে বাইরের মাস্টার ফার্মাসী থেকে ৫০/.ডিএ opso saline limited স্যালাইন কিনে এবং ওই স্যালাইন জেনারেল হাসপাতালে একজন কতর্ব্যরত নার্স রোগীকে পুশ করেন।
এদিকে রোগীকে ব্যথা নাশক স্যালাইন পুশ দেওয়া হলে কিছুক্ষণ পর তার অবস্থা মারাত্মক অবনতি হতে দেখলে স্বজনরা নার্স ও ডাক্তারকে ডেকে আনেন।তারা এসে দেখেন স্যালাইনের ভেতর মারাত্মক ফাঙ্কাস জমে রয়েছে।পরে দ্রত স্যালাইন খুলে ফেলা হয়।
এদিকে রোগীর অবস্থা খারাপ হলে তাকে জেনারেল হাসপাতালের প্যাথলজিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়।পরে হাসপাতাল থেকে ওই রোগীকে ৫./DNS স্যালাইন দেওয়া হলে রোগী কিছুটা সুস্থতা বোধ করেন।
এদিকে রোগীর বড় ছেলে জনি ভূঁইয়া অভিযোগ করে বলেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাদের ৫০/.ডিএ স্যালাইন বাইরে থেকে কিনে আনতে বলেন।আমি মাস্টার ফার্মাসী থেকে ওই স্যালাইনসহ অন্য ওষুধ কিনে নেই।
পরে আমার রোগীকে ৫০/.ডিএ স্যালাইন পুশ করা হয়। কিছুক্ষণ পর আমার রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। আমারা টেনশনে পড়ে যাই।পরে হাসপাতালের ডাক্তার নার্স এসে ওই স্যালাইন খুলে ফেলে এবং দেখেন স্যালাইনের ভেতর মারাত্মক ফাঙ্কাস জমে রয়েছে।
অন্যদিকে মাষ্টার ফার্মেসীর কর্মচারী মোঃ জুবায়ের বলেন, আমাদের ফার্মেসীতে স্যালাইন ছিলোনা। পাশের সেতু ফার্মেসী থেকে ৫০/.ডিএ স্যালাইন কিনে তারপর ওই রোগীদেরকে দেওয়া হয়।
এদিকে ভয়াবহ ফাঙ্কাস জমে থাকা স্যালাইন কিভাবে ফার্মেসীতে রাখা হচ্ছে এবং রোগীদের দেওয়া হলো এ বিষয়ে সেতু ফার্মেসীর কর্ণধার ও মু্ন্সীগঞ্জ জেলা ফার্মেসীর সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী খাঁ বলেন, আমাদের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা স্যালাইন সাধারণত থাকেনা। এটি একটি দূর্ঘটনা।
অন্যদিকে এই ঘটনার বিষয়ে মু্ন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মঞ্জুরুল আলম বলেন, প্রাথমিক অবস্থায় রোগীকে বাইরে থেকে স্যালাইন দেওয়া হয়। কিন্তু ফার্মেসী থেকে এনে রোগীকে যে ব্যথা নাশক স্যালাইন পুশ করা হয়েছে তাতে মারাত্মক ক্ষতিকর ফাঙ্কাস ছিলো সেটি দেখে দেওয়া উচিত ছিলো। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
##
তারিখ:২৭ – ১১- ২০২৩ খ্রী।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments