রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে বন্দুক,গুলি ও বিদেশি মদ সহ আটক ২ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া নারীর গুলিবিদ্ধ লাশ অন্তঃসত্ত্বা ছিলো শাহিদা, বিয়ের চাপ দেওয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে গুলি করে প্রেমিক সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ। আন নূর প্রি ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন লৌহজংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় । কোন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করলাম – সেলিম প্রধান মালখানগর মাদরাসার বার্ষিক শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়।
ব্রেকিং নিউজ :
বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও
/ ১৮০ পঠিত:-
আপডেট সময় :- শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সময়টা ২০০৮, ক্লোজাপ ওয়া‌নে অ‌ডিশন পর্বে মুন্সিগ‌ঞ্জের গুণী শিল্পী জ‌হির আহ‌ম্মেদ’র গান গেয়ে প্রথম রাউন্ডে সিলেক্ট হই। তবে পরে দ্বিতীয় রাউন্ডে উঠে, তৃতীয় রাউন্ডে গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি।

এরপর মুন্সিগঞ্জ জেলার মিরকা‌দিম পৌরসভার ২০০৮ সা‌লে”সৌ‌খিন নাট‌্যগোষ্টি” সংগঠন এ আমার প্রথম মঞ্চ নাটক “সেকা‌লের মোড়ল”- এ অভিনয় করার মধ্য দিয়ে নাট্যাঙ্গনে জড়িয়ে পড়ে।

 

এরপর ২০১০ইং একই নাট্যগোষ্ঠীর “সমাজপ‌তি‌দের গল্প”-এ অভিনয় করি। ত‌বে ২০১২ সা‌লের পর নি‌জে‌কে নি‌য়ে ব‌্যস্ত হয়ে পড়ার কারনে এরপর বেশ কিছু বছর অভিনয় ও সঙ্গীত থেকে কিছুটা দূরে সরে যাই।

এভাবেই মুন্সিগঞ্জের খবর পত্রিকা-কে এক সাক্ষাৎকারে বলছিলেন আর,পি রুবেল।

এরপর রুবেল ২০২২ইং “বির‌হি মাল‌টি‌মি‌ডিয়া’র” প্রযোজনায় “ফুল ফ‌ড়িং” নামক শর্ট ফিল্মে খল-নায়ক চ‌রি‌ত্রে এবং “আইডি পাস” নামক শর্ট ফিল্মে ইঞ্জিনিয়ার চ‌ত্রিরে অ‌ভিনয় ক‌রেন।

একই বছর দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল “পলক এন্টারটেইনমেন্ট’র” প্রযোজনায় ফুটবল বিশ্বকাপ ২০২২ইং-কে কেন্দ্র করে “Mad Pair (পাগল জুটি)” নামক শর্ট ফিল্মে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক’র মামা চরিত্রে অভিনয় করেন। যে শর্ট ফিল্মটি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল।

“শেখ’স ফিল্মস” এর প্রযোজনায় আর,পি রু‌বেল এর অভিনীত “সাধ্যের সুখ” শর্ট ফিল্ম এর শুটিং কার্য ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও বি‌ভিন্ন সময়ে ইউটিউব নাটক ও বেশ কিছু কভার মিউজিক ভি‌ডিও তে অ‌ভিনয় করেছেন এই অভিনেতা।

চ‌্যা‌নেল ২১ নিউজ এর প্রোযোজনায় আগামী ২৬ শে নভেম্বর বিকা‌লে “চ‌্যা‌নেল ২১ নিউজ’র” ‌ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একযোগে “অ‌নেক সাধনার পরে আমি” শিরোনামে কভার মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তি‌নি।

নুর ইসলাম আলী রু‌বেল মিডিয়াতে পরিচিত হয়ে উঠেন আর,পি, রুবেল নামে।

বর্তমানে তিনি, মিরকা‌দিম পৌর সৌখিন নাট‌্য গোষ্ঠীর কার্যকা‌রি সদস‌্য, রক্তদান সংস্থ‌াসহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের সা‌থে জ‌রিত আছেন এবং দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন “বাংলা টিভি’র” ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি প‌ত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments