আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে
দোসরপাড়া একতা সংসদ ও যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী দোসরপাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ সিজন-৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ সিজন-৫ ফাইনাল খেলায় বায়ার্ন মিউনিখ বনান রিয়াল মাদ্রিদর মাঝে খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৪ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া
ডিসি প্রজেক্ট সংলগ্ন মাঠে লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল মোল্লার সঞ্চালনায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে ট্রাইবেকারে বায়ার্ন মিউনিখ-০২রিয়াল মাদ্রিদ-০৪ গোলে হারিয়ে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।রেফারীর দ্বায়িত্ব পালন করেন শহরআলী মোল্লা।
এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদ ৭ নং ইউপি সদস্য মো: কামাল হোসেন মাদবর,লতব্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আওলাদ হোসেন মাদবর,মোহাম্মদ আলী মোল্লা,আমির আলী,শুক্কুর আলী মোল্লা,কলিমউদ্দিন,আল-আমীন প্রমুখ।