কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ড কাপ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ও শিলখুড়ি ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলায় ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ৬-০ গোলে শিলখুড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরুষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, ওসি রুহুল আমিন, উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। পরে অংশ গ্রহণকারী সকল খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে লেবু ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
##
২০/০৯/২৩