সিনিয়র সহকারী সচিব জিয়াউর রহমানের সঙ্গে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
সিনিয়র সহকারী সচিব জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন ঝিকুটপত্রের সম্পাদক আশরাফ ইকবাল।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা বারোটায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র ঝিকুটপত্রের সম্পাদক সিনিয়র সহকারী সচিব জিয়াউর রহমানের সঙ্গে দেখা করতে সহকারী কমিশনার (ভূমি) ফরিদপুর সদর কার্ষালয়ে আসেন।
এসময় তার সাথে ঝিকুট ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য বর্তমানে তিনি ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদন্নোতি পাওয়ায় ফরিদপুরের ডিসিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন ও বন্ধুমহল ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ