রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের শনিবার বিকেলে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, যুবক-যুবতীসহ ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলা।
তবে নারীদের প্রচন্ড ভিড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলির মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিক্স ও গৃহাস্থলির জিনিসপত্র কিনছেন।
শিশুদের ম্যাজিক নৌকা, ট্রেন, ট্রয়টেন, দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছে নানা বয়সী পঞ্চসার চড়কি, নাগোরদেলায় বিনোদন নিচ্ছে শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রল মানুষ। কসমেটিক্স দোকানের কয়েকজন ক্রেতা জানান, মেলায় পাম্প সংলগ্ন মাঠে ঈদের পরের দিন থেকে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলা শুরু আসলে ঘুরতে এসেছিলেন।
কিন্তু আসার পর অনেক কসমেটিক্স ও বিভিন্ন হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলায় বেঁচাকেনা প্রকারের অলংকার পছন্দ হওয়ায় জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলা সেগুলো কিনেছেন।
গেইটের বাহিরে রয়েছে নিমকি, গজা, বালুশাসহ মুখরোচক খাবার বিক্রি হচ্ছে। মেলার দর্শনার্থী সামিয়া জানান, মেলা বেশ ভাল লেগেছে, গত কয়েকবারের চেয়ে এবারের মেলা অনেক আকর্ষণীয় বিশেষ করে মেলার গেইট ও ফোয়ারা অনেক বেশী সুন্দর।
কয়েকজন নারী জানান, সাধারণত পরিকল্পনা করে ঘর সাঝাতে দ্রব্যাদি কেনা হয় না । কোন মেলায় গেলে এসব জিনিপত্র কেনা হয়। তাই সেই উদ্দেশ্যে মেলায় আসা হয়েছে। তবে মেলায় আসা অনেক জিনিসি-পত্র তাদের পছন্দ হয়েছে।
বিক্রেতা মোঃ সোহাগ হোসেন বলেন, মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক । বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম বেশি থাকে।
তবে জিনিপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা-বিক্রি বেশ ভাল হচ্ছে।
আশা করি মাসব্যাপী মেলায় লাভবান হতে পারবো। মেলা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হাওলাদার জানান, মাসব্যাপী এই মেলাটি সুসজ্জিতভাবে আয়োজন করা হয়েছে।
এখানে সব বয়সের মানুষ বিনোদনের সুযোগ পাচ্ছে।
এখানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, বলান্টিয়ারসহ সিভিলে পুলিশ সদস্যরা রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন সকল আয়োজনই করা হয়েছে।
অভিভাবকরা এখানে সুস্থ বিনোদন পাচ্ছেন বলেই অনেক অভিভাবক তাদের অভিমত দিচ্ছেন।