রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে বন্দুক,গুলি ও বিদেশি মদ সহ আটক ২ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া নারীর গুলিবিদ্ধ লাশ অন্তঃসত্ত্বা ছিলো শাহিদা, বিয়ের চাপ দেওয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে গুলি করে প্রেমিক সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ। আন নূর প্রি ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন লৌহজংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় । কোন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করলাম – সেলিম প্রধান মালখানগর মাদরাসার বার্ষিক শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়।
ব্রেকিং নিউজ :
অভিনয়ে বিশেষ অবদানের জন্য এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২২ পেলেন শেখ ফরিদ পলক
/ ১৭৯ পঠিত:-
আপডেট সময় :- রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন

রু‌বেল মাদবরঃ

শনিবার বিকেলে ৪ টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মিলানায়তনে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে মিডিয়াকর্মীদের করণীয় শির্ষক আলোচনা নিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড – ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আর মাল্টিমিডিয়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক লায়ন সাহাব উদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে এস আর মাল্টিমিডিয়া’র জুরি বোর্ডের বিবেচনায় অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এওয়ার্ড পেয়েছেন  তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। একই সাথে দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবকদের এ এওয়ার্ড প্রদান করা হয়।

পলক বলেন, যেকোনো প্রাপ্তি আনন্দের। খুব সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি। দর্শকের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। যিনি সবসময় আমাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন, অভিনয়ের সঙ্গে সম্পর্কিত থাকার প্রেরণা দেন এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই আমার বাবার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্র নায়িকা সারা জেরিন, জনপ্রিয় সংগীত শিল্পী মুনিয়া মুন, ঢালিউড কিং শাকিব খান অভিনীত চলচিত্র “লিডার আমিই বাংলাদেশ” এর জনপ্রিয় অভিনেত্রী দিশা মনি, একুশে টিভি’র সংবাদ উপস্থাপিকা রুমানা আক্তার রুনা সহ দেশ বরেণ্য সব তারকারা।

জমকালো গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো এবং তারকাদের মাঝে এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে এস আর মাল্টিমিডিয়া’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য শেখ ফরিদ পলক এখন পর্যন্ত দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পীদের সাথে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ধারাবাহিক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম সখিনার চন্দ্রকলা, ঘুম সোহেল, হেরে যাবার গল্প, ঝগড়ায় পারফেক্ট, ভালোবাসার নাম বাবা, Mad Pair (পাগল জুটি), তুমি আজও আমার গল্পে, রিভেঞ্জ ব্যাক ইন এ্যকশন, ভেরার পাল, কিউটিপাই, প্যাতা ভাইয়ের বিবাহ বিভ্রাট সহ আরো অনেক। এছাড়াও তিনি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম” এর আরজে হিসেবে শ্রোতা জরিপে পর পর ৩বার প্রথম স্থান অর্জন করেন।

বর্তমানে তিনি ২০২১-২০২২ইং অর্থবছরের রাষ্ট্রিয় অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ চলচিত্র “জয় বাংলা ধ্বনি” তে প্যারারার নায়ক হিসেবে অভিনয় করছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে। এছাড়াও গুণী এই অভিনেতার হাতে আরো বেশকিছু ভালো কাজ আছে বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments