বাস্তববাদী কবি এম এম কাউছার
লোভনীয় ইলিশের
বাড়ি চাঁদপুর।
ইলিশের চারন ভূমি চাঁদপুর
ইলিশের বাড়ি চাঁদপুর।
আছে সুস্বাদু মিষ্টি পানি
আছে মিনি কক্সবাজার
তারসাথে পরন্ত বিকেলের
মিষ্টি রৌদ্রময় ঝিলিক।
মেঘনার বুক চিরে বয়ে বেড়াচ্ছে
এখানে-সেখানে হাজারো স্বপ্নের
লঞ্চ জাহাজ ইষ্টিমার
ও
ডিঙ্গি নৌকা
তারসাথে
জাল ফেলে চষে বেড়ায় রুপালি ইলিশ ধরার
জেলেদের ফাদ।
এই মাটিতে গুনিদের জন্ম
বুদ্ধিজীবী কবি সাংবাদিক শিল্পী
এমপি মন্ত্রী হাজারো স্বপ্নের
গোলাপের সুগন্ধি ছড়ানো ঘ্রাণ।
এখানে আছে
মায়ের মতো
মমতাজড়ানো ভালোবাসা।
আছে
শাসন করার মতো
মেঘনার উওাল ঢেউ।
মাঝে মাঝে রাগান্বিত হয়ে
মেঘনা গিলে ফেলে
লঞ্চ জাহাজ ইষ্টিমার
তারসাথে
কড়াল গ্রাসে গিলে ফেলে
হাজারও ঘর বাড়ি ও গাছপালা।
মেঘনায় শান্ত স্বভাবে
খেলাধুলায় মত্ত থাকে
লঞ্চ জাহাজ ইষ্টিমার
অজোপাড়া গাঁয়ের
বিভিন্ন জেলেদের নিয়ে
মেঘনা নদী খেলাধুলায় মত্ত।
মেঘনার বুক চিরে বয়ে
বেড়ানোর দৃশ্য।
থৈ থৈ পানি
অগভীর জল।
তার মাঝে আছে
পশু পাখি মানুষের
হাজারো মৃত্যুদেহ
মলমূত্র ও বিষ্টা।
হাদিসে বলে
এরপরেও
পবিত্র পানি।
তাকে ঘিরে আছে
হাজারও মানুষের
সুখ দুঃখ যন্ত্রনা
ভালোবাসা
মেঘনা।
তারসাথে আছে
মেঘাচ্ছন্ন ও নীল আকাশ
ভাসমান শেওলা কচুরিপানা।
পদ্মা মেঘনায় বয়ে চলা জলধারা
কলকল ছলছল শব্দধনী
মিসেনা কারো সাথে কারো পানি,
এর নাম
পদ্মা মেঘনা জলধারা
আমি জানি।
লতাপাতা ও অরণ্যে ঘেরা আচ্ছাদিত
মায়াবী সুন্দরী পর্যটন কেন্দ্র।
রাতের আঁধারে
জাহাজে ঝলমলে আলো
আর
ডিঙি নৌকা বাতি।
আমার জন্ম ভূমি
চাঁদপুরের মাটি
ইলিশের ঘাটি।
কবি-র ভাষায়
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
তারিখ-১৬/০৭/২০২৩খ্রিঃ।