রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌসভার পশ্চিমপাড়া নৈদিঘীর পাথর ৩নং রোডের যুব সমাজের উদ্যোগে সোমবার বাদ আছর ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাহাদুরপুর পীর সাহেব হাজী শরীয়ত উল্লাহ্ (রহ.), এর
৬ষ্ঠ পুরুষ পীরজাদা হাজী মুবিন উদ্দিন আহমাদ নাওশীন মিয়ার সভাপতিত্বে পশ্চিমপাড়া নৈদিঘীর পাথর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ ছিদ্দিকুর রহমান ও হাফেজ সিদ্দিকুর রহমানের সঞ্চলনায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, মুফাচ্ছিরে কুরআন, খতিব, তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ, ডেমরা, ঢাকা, জামিয়া ইসলামীয়া আরাবিয়া, আহমাদাবাদ, মাদারীপুর
আলহাজ্ব মুফতি আবরারুল হক হাতেমী ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাচ্ছিরে কুরআন, সু-মধুর কন্ঠস্বর,খতিব খিলবাড়িরটেক কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম গুলশান, ঢাকা, হযরত মাওলানা এ.বি.এম ইউনুছ সাহেব। শিক্ষক জামিয়া ইসলামিয়া রিকাবী বাজার মাদ্রাসা, হাফেজ মাওলানা মুফতি মোঃ হাবিবুর রহমান হাবিব, হাফেজ মোঃ মুশফিকুর রহমান।
এই ওয়াজ মাহফিলের উদ্যোগ নিয়েছেন যারা তারা হলো মোঃ জাহাঙ্গির, মোঃ শ্যামল, মোঃ রুবেল মাদবর, মোঃ জনি, মোঃ ফাহিম , মোঃ পনির, মোঃ নুর মোহাম্মদসহ আরো অনেকেই।
পশ্চিমপাড়া নৈদিঘির পাথর ৩নং রোডের ওয়াজ মাহফিলের উদ্যোক্তা রুবেল মাদবর,জানান আপনারা দোয়া করবেন এই প্রথম আমরা ওয়াজের উদ্যোগ নিয়েছি এবং আল্লাহর হুকুমে ওয়াজ সম্পূর্ণ হয়েছে। তবে এবারই শেষ না, আমাদের ইচ্ছা আল্লাহ যদি চান আমরা প্রতি বছর ছোট বড় সবার সহযোগিতায় এই ওয়াজ মাহফিল এর আয়োজন করবো।