স্টাফ রিপোর্টাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে
সামাজিক এবং মানবিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্যা হেলপিং হ্যান্ডস বিডি এর
বার্ষিক পিকনিক ২০২৩ আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: সাইফুর রহমান পারভেজ, মেহেদী হাসান, সাঈদ আফ্রিদি, সাজ্জাদ, শাওন, সম্রাট, মাওলানা মোজাফফর হোসাইন , ইমরান,আরিফ, ইঞ্জিনিয়ার আলামিন, নূর হোসেন, মিলন, ফারুক, ওসমান, জাহিদ, হৃদয় , সাজিদ ,ইয়াসিন, আব্দুল আমিন, আবরার, বাশার, মারুফ, সেলিম, নাঈম, বাহার,সামির, এবং পরিবারের কিছু সদস্য তাদের মধ্যে থেকে জান্নাতুল ফেরদৌস, হানি আক্তার, সাবিয়া, রাইসা এবং অনেক সদস্যবৃন্দ
সংগঠনের সভাপতি সাইফুর রহমান পারভেজ বলেন, আমরা খুব সুন্দর শৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রামটি শেষ এবং সফলভাবে শেষ করতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা জানেন আমরা বিগত দিনে মেডিকেল ক্যাম্প , ব্লাড ডোনেট , অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ ,শীত বস্ত্র বিতরণ ,পবিত্র ঈদুল ফিতরের নতুন জামা বিতরণ, পবিত্র ঈদুল আযহায উন্নত মানের খাবার বিতরণ, করোনা সময় মার্কস ,হ্যান্ডস সেনিটাইজার ,ইফতার মাহফিল, ওয়াজ মাহফিল, বিশেষ জটিল রোগীদের অর্থ প্রধান ,ধর্মীয় প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সীমিত পরিসরে কিছু উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ,
তিনি আরো বলেন যেহেত পবিত্র মাহে রমজান অতি নিকটে তাই আমরা বিগত বছরের মতোই ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাই আপনাদের সহযোগিতা এবং দোয়া একান্তভাবে প্রয়োজন।