রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী রামপাল হাইস্কুল মাঠে প্রথমবারের মতো রামপালে ৬৪টি মসজিদের ইমামদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মাও. মুফতী রুহুল আমিন এর সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাচ্চু শেখ। বিশেষ অতিথি ছিলেন রামপাল ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আজগর, রামপাল ইউনিয়ন ৯নং ওয়ানডে সদস্য হাজী মোঃ কাজী ফুলন প্রমুখ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কুরআন পৃথিবীর শতাধিক দেশ ভ্রমণকারী খতীবে বাঙ্গাল, ঢাকা সাভার জামিয়া আশরাফিয়া কাসেমুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা জুনাইদ আল হাবিব ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সু-মধুর কন্ঠস্বর নবীনগর বি-বাড়ীয়ার ৩ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফি, জোড়ার দেউল জামে মসজিদের খতীব ও হাতিমাড়া জামিয়া হাকিমিয়া কওমী মাদ্রাসার মুহাদ্দিস, হযরত মাও. মুফতি জুনাইদ খলিল ও সিপাহীপাড়া উম্মুল কুরা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহমাদ করীম সিদ্দিকী সহ আমন্ত্রিত রামপাল ইউনিয়নের ৬৪ টি মসজিদের ওলামায়ে কেরাম ইক্য পরিষদ।
এই সময় রামপালে ৬৪ টি মসজিদের ইমামদের মাথায় পাগড়ী উপহার দেন আর্টিসানের চেয়ারম্যান হাজী মোঃ রাসেল আহম্মেদ।