শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
টঙ্গীবাড়ীর বায়হা‌লে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।
/ ১০৫ পঠিত:-
আপডেট সময় :- রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন

মোঃ‌ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী উপ‌জেলার বায়হাল গ্রা‌মে
বাইতুন নূর জামে মসজিদ বায়হাল যুকসান-ছাত্রসান ও কর্মীবৃন্দের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ই জানুয়ারী রোজ( র‌বি বার )বায়হাল বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গ‌নে বাদ আছর হইতে মাহফিল শুরু হয়।

ঢাকা দক্ষ‌িন আওয়ামী লী‌গের যুগ্ন সাধারন সম্পাদক ও বায়হাল বাইতুন নূর জামে মসজিদ
মোত্তয়ালী হাজী মিরাজ হো‌সেনের সভাপতিত্বে ও মুহতামিম, বারহাল তালিমুদ্দীন মাদরাসা হযরত মাওলানা আবুল কালাম সাহেব এর পরিচালনায় উক্ত মাহফিলে ওয়াজ করেন প্রধান বক্তা হি‌সা‌বে ছি‌লেন মুহাদ্দিস,নাজমুল হক মাহীনাতুল উলুম মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা ইমাম ও খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, পূর্ব রামপুরা, ঢাকা বিশিষ্ট আলেমেম্বীন হযরত মাওলানা নাজির আহমাদ সাহেব, বিশেষ বক্তা হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন , ইমাম ও খতীব, বাইতুস সালাম জামে মসজিদ, পূর্ব রামপুরা, ঢাকা। সিনিয়র মুহাদিস, জামিয়া দারুস সুন্নাহ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা হযরত মাওলানা মুফতী মুহাম্মদ জামালুদ্দীন সাহেব।

বিশেষ মেহমান বক্তা হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন
শাইখুল হাদীস ও শিক্ষাসচিব, সেরাজাবাদ মাদ্রাসা, মুন্সিগঞ্জ হযরত মাওলানা মুফতী ইসমাইল হুসাইন সাহেব ।

ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments