
হানিফ পারভেজ, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক ইমদাদুল ইসলাম সজলের সৌজন্যে নগদ অর্থ উপহার প্রদান কার্যক্রম অব্যাহত।
এরই ধারাবাহিকতায় বাড্ডা সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সুজানগর ইউনিয়নের বন্যা দুর্গত বাড্ডা, জগড়ি ও দশগড়ী গ্রামের ভানবাসি অর্ধশত পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বাড্ডা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ওমর উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি সিরাজ উদ্দিন, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, নিসচার প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, সমাজকর্মী মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ফরিজ আলী, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য তাহারাত আহমদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।