মোঃ নিরব, মুন্সীগঞ্জঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আর্ত মানবতায় সিলেট বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে- বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতি।
বিক্রমপুর গার্ডেন ব্যাবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা কামাল হোসেনের নির্দেশনায় ও সভাপতি বাবুল হোসেন বাবুর সার্বিক তত্বাবধানে গতকাল সিলেটের গোয়াইন ঘাট ও কোম্পানীগঞ্জ, এই দুই থানায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো ৫কেজি চাউল, ১কেজি তৈল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১কেজি ডাল, ১কেজি টোস্ট বিস্কুট, ১কেজি চিড়া,আধাকেজি মুড়ি, খাবার স্যালিয়াই,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, নাপা ট্যাবলেট,এসময় উপস্তিত ছিলেন ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সহ রনি তালুকদার,
নূর হোসেন মোল্লা সাধু,মোস্তফা কামাল, মহসিন, মিজু মল্লিক,সাগর বেপারি, লিংকন খান,জনি শেখ, আব্দুল আজিজ,খালেক মোল্লা, দেলোয়ার,কবির,মিন্টু,তৌফিক, আমিন,নাহিদ,নবীন,মামুন শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।