দ্বিতীয় দফা লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে শিমুলিয়াঘাটে মানুষের উপচে পড়া ভিড়।
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
দ্বিতীয় ধাপে লকডাউন কে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। পারপার অপেক্ষাকৃত যানবাহনের দীর্ঘ সাড়ি ৮ কালোমিটির পৌচেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর রাত থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়।
তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ বন্ধ থাকলেও চলছে স্পিডবোট এখানে স্বাস্থ্যবিধি অপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে স্পিডবোট গুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারযোগে পদ্মা পাড়ি দিচ্ছেন।
এছাড়াও অতিরিক্তত ভাড়া নেয়ার অভিযোগ রযেছে স্পিডবোড ও ট্রলারের বিরুদ্ধে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ উপ ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ১৪ টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।
সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার ও কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন।
লকডাউনের আশঙ্কায় বেশিরভাগ যাত্রীরা বাড়ি ফিরছেন। ফলে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোট ও ফেরি গুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর