সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শামিমের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ১৫ জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাযায়, শামীম বালুচর বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে সভাপতি মোঃ শামিম গুরুতর আহত হন।
এসময় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবজাল মেম্বারের হুকুমে তার ভাই তৈয়ব আলী(৩৪), দুদু মিয়া(৩৬), আমিন উদ্দিন(৪৫)সহ এলাকার শ্যামল(২৫), সাব্বির কে নিয়ে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।
বালুচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম বলেন, আমি বাড়ি যাবার পথে আফিজাল মেম্বারের লোকেরা আমাকে বেধড়ক মারধর করে। আমার কাছ থাকা নগদ ৫৬হাজার টাকা ১টি শ্বর্ণের ব্রেসলেট ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে যায় তারা।
আমাকে মাড়ে আর বলে তুই মেম্বারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার সহযোগিতা করেছিস কেন তোকে জবাই করে ফেলবো।
ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন জানান, আমার উপর আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্য। সামনে আমার নির্বাচন তাই একটি মহল আমাকে একটি মামলা দিয়ে এলাকা ছাড়া করে রাখছে। আমি কি ভাবে তার উপর হামলা করব।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।